
জীবননগর অফিস: জীবননগরে সাহিত্য পরিষদের নতুন কমিটির সাহিত্য পরিষদে নিজস্ব কার্যালয়ে প্রথম আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জীবননগর উপজেলার সাহিত্য পরিষদের নতুন কমিটির সভাপতি আবু মোঃ আঃ লতিফ অমলের সভাপতিত্বে সাহিত্য পরিষদের সকল সদস্যদের নিয়ে সন্ধার সময় একটি সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সাহিত্য পরিষদের সামনে যেয়ে মনে হয়েছে যেন এখানে আনান্দর হাট বসেছে দির্ঘ দিন সাহিত্য পরিষদের সাহিত্য রসের কোন ছোয়া না পড়ায় যেন একে বারে অকেজো হয়ে পড়েছিল । সাহিত্য পরিষদের সদস্যরা নিজেদের ভিতরে চাপা ক্ষোভ নিয়ে রসের হাট বন্ধ করে রেখেছিল সেটি বুঝা গেলে গতকাল সকলে এক টেবিলে বসে মনের আনান্দে হাসি খুশির মধ্যে আসলে মানুষের মনের যে খুরাক এখানে আছে সেটি তা প্রমান পাওয়া গেল। তাদের সেই আনান্দ উল্লাস আর হাসি খুশি দেখে সহজে কেউ বুঝতে পারবে না যে এখানে মধ্যে এবং বৃদ্ধ বয়সের গুনি ব্যাক্তিগন আছে। তিনাদের আনান্দ দেখে মনে হবে সেখানে যুবকরা বসে আড্ডা দিচ্ছে। এটি সকলের চোখে পড়ার মত এ সময় সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন জীবননগর সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক খলিলুর রহমান, ডাঃ ইছাহক আলী, আঃ আজিজ, বজলুর রহমান, মিরজান আলী, সুনু, আলমগীর হোসেন সহ সাহিত্য পরিষদের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।