জীবননগরে সাব-রেজিস্ট্রারের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক
- আপলোড টাইম : ০৯:৩১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার সাব-রেজিস্ট্রার এম নাফিস বিন যামানের সঙ্গে বৈঠক করেছেন জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিমনের নেতৃত্বে সাব-রেজিস্ট্রারের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্র প্রতিনিধি ছাড়া সাংবাদিক চাষী রমজান, মো. রিপন হোসেন, মুতাছিন বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন অনিয়মন তুলে ধরা হয়। এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপজেলায় ১০০ জনের বেশি দলিল লেখক লাইসেন্স নিয়ে বসে থাকলেও কাজ করেন মাত্র ৪০-৫০ জন। দলিল লেখক সমিতির জন্য যে অতিরিক্ত টাকা আদায় করা হয়, তারা শুধু সেই টাকার ভাগ নেওয়ার জন্য সদস্য হয়ে আছেন। সদস্য লাইসেন্স নবায়ন করার সময় যারা কাজ করেন না, তাদের বাদ দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া রসিদ ব্যতীয় অতিরিক্ত ফ্রি আদায় না করার অনুরোধ জানিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।