চুয়াডাঙ্গা সোমবার , ১৮ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ আটক

নিউজ রুমঃ
জুলাই ১৮, ২০২২ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে কৃষি জমিতে সোলার বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে হামলার অভিযোগে করা মামলায় সাবেক কেন্দ্রীয়  ছাত্রলীগ নেতা সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক। তিনি বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহের কাঠগোলা সোলার বিদ্যুৎকেন্দ্রে হামলায় ঘটনায় আব্দুর রশিদ আওয়ামী লীগ নেতা বাদী হয়ে দুটি হামলা করেছিলেন। এই মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ বলেন, ‘ জুলাই স্থানীয় বাসিন্দা কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কয়েকশ কৃষক জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে বিক্ষোভ করেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কৃষকেরা তাঁর কাঠগোলায় হামলা চালান। ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেছেন। তিনি কোনো হয়রানি করছেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।