চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পর্যবেক্ষণে মুন্সিগঞ্জের যুবক
জীবননগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু- আপলোড টাইম : ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ৪৮ বার পড়া হয়েছে
জীবননগরে বিষধর সাপের কামড়ে শীলা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শীলা খাতুন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের আবু নাসেরের স্ত্রী। এর আগে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে বাবার বাড়িতে তাকে সাপে কামড় দেয়।
ওই গৃহবধূর চাচা আবুল হোসেন খান জানান, শিলা খাতুন বাবার বাড়ি রঘুনাথপুরে ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রান্না করার জন্য পুকুরের ধারে পাটকাঠি আনতে গেলে তার হাতে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর বেলা দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপর দিকে, আলমডাঙ্গায় সাপের কামড়ে মারফত আলী (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আলমডাঙ্গার মুন্সিগঞ্জে কাঠের কাজ করার সময় কিছুতে কামড়ের বিষয়টি বুঝতে পারেন মারফত আলী। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আলামত দেখে সাপের কামড় দিয়েছে বলে জানান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, সাপের কামড়ে শিলা খাতুন নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এবং সাপের কামড়ে মারফত আলী নামের এক যুবক আহত হয়ে ভর্তি হয়েছেন। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি।