জীবননগর অফিস:
জীবননগরে আবারও সরকারি খালের দুইপাশের মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচ মোড় নামকস্থানে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে সরকারি খালখননের বছর যেতে না যেতেই দুইপাড়ের মাটি কেটে বিক্রি করছে ভূমিদস্যুরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এ মাটি কাটার কাজ। ফলে সৌন্দর্য হারাচ্ছে এই খালটির। কেউ মাটি কেটে নিজের জমির সঙ্গে সমান করে জমি বাড়াচ্ছেন, আবার কেউ মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘সরকারিভাবে দখলমুক্ত করে যে খালখনন করা হয়েছে তা অনেক সুন্দর একটা উদ্যোগ ছিল। কিন্তু খালখনন শেষ হতে না হতেই ভূমিদস্যুরা আবার খালের দুইপাড়ের মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। কিন্তু প্রশাসন এ ঘটনায় কোনো ব্যবস্থা নিচ্ছে না। যার কারণে খালটি আবার তাঁর সৌন্দর্য হারিয়ে ফেলছে।’
এবিষয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন বলেন, ‘খালের মাটি কেটে বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না। এমন কোনো ঘটনার অভিযোগও আমি এখন পাইনি।’
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম মুনিম লিংকন বলেন বলেন, ‘সরকারি খালখননের পর যদি কেউ তার দুইপাাড়ের মাটি কেটে নিয়ে যায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পদ কেউ নষ্ট করতে পারবে না এবং দখল করতে পারবে না।’
