জীবননগরে সড়কে ঝরল গরু ব্যবসায়ীর প্রাণ

চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নে পাখিভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

সমীকরণ প্রতিবেদন:
জীবননগরে সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকার বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামের শিমুলতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। একই দিন দামুড়হুদা উপজেলার জয়রামপুরে ট্রাক্টর, পাখিভ্যান ও আলমসাধুর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন যাত্রীসহ চারজন।
জীবননগর:
জীবননগরে আলমসাধু ও পাওয়ারট্রিলারের মুখোমুখি সংঘর্ষে ছানোয়ার হোসেন (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের শিমুলতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ছানোয়ার হোসেন জীবননগর থেকে পাওয়ারট্রিলারযোগে গরু নিয়ে শিয়ালমারী পশুহাটে যাচ্ছিলেন। পথের মধ্যে শিমুলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ারট্রিলারটিকে ধাক্কা দেয়। এসময় পাওয়ারট্রিলারের ওপর থাকা ছানোয়ার হোসেন রাস্তার ওপর ছিটকে পড়লে পাওয়ারট্রিলারে চাকায় পিষ্ট হন। এসময় স্থানীয়া রক্তাক্ত জখম অবস্থায় ছানোয়ারকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ছানোয়ার নামের এক ব্যক্তিরা মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়েছে।’
দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার জয়রামপুরে ট্রাক্টর, পাখিভ্যান ও আলমসাধুর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলমসাধু চালক ও পাখিভ্যানের যাত্রীসহ চারজন গুরুতর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দামুড়হুদার শেখ ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন- জয়রামপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে ভ্যানচালক নাসির উদ্দিন (৫৫), জাহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন (১২), শফিউর রহমানের মেয়ে শেফা খাতুন (১২) ও কাদিপুর গাংপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আলমসাধু চালক হোসাইন (১৮)।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, সকালে সড়ক দুর্ঘটনায় জখম চারজনকে জরুরি বিভাগে নিয়ে এলে তাদের চিকিৎসা দেওয়া হয়। আহতদের একজনের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদের মধ্যে সুমাইয়া খাতুন নামের এক কিশোরী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর দুজন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদার শেখ ইটভাটার সামনে তিনদিক থেকে আসা তিন ধরনের যান ট্রাক্টর, আলমসাধু ও পাখিভ্যানের ত্রিমুখী সংঘর্ষে পাখিভ্যান চালক, দুই স্কুল ছাত্রীসহ মোট চারজন জখম হয়। তারা আরও জানান, ট্রাক্টরের অদক্ষ চালকের কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত চারজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাক্টর ও আলমসাধুটিকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’