জীবননগর অফিস:
জীবননগরে শোকাবহ আগস্টের শুরুতে বঙ্গবন্ধুর স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ড চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন জীবননগর বন্ধু ফাউন্ডেশনের (জেবিএফ) আয়োজনে এ মোমবাতি প্রলজ্জ্বলন করা হয়।
জীবননগর বন্ধু ফাউন্ডেশনের (জেবিএফ) সভাপতি মিঠুন মাহমুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, আবুল কাশেম, খোকন মিয়া, জীবননগর বন্ধু ফাউন্ডেশনের (জেবিএফ) উপদেষ্টা সাংবাদিক মাজেদুল মিল্টন, যুগ্ম সম্পাদক তুহিনুজ্জামান, সদস্য মাসুম, সাদিয়া, রাহুল, মাহাবুল, সাকিব হাসনাত মুন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি চাষী রমজান।
