জীবননগর অফিস:
জীবননগর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. সামাদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল কুদ্দুস, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, সাংবাদিক মিঠুন মাহমুদ, সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আ. গনি প্রমুখ।