জীবননগর অফিস: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপ্রতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জীবননগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জীবননগর পৌর শহরের আখ সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আশরাফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আল হাসান মো. আবু তালেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এখলাচুর রহমান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছুদ, আরিফ, ইকরামুল হক ইকরা প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মো. সুমন বিশ্বাস।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।