ইপেপার । আজ সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

জীবননগরে লোকমোর্চার সহযোগিতায় সংসার ও সন্তান ফিরে পেল উর্মি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
  • / ৩৯১ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগর লোকমোর্চার সহযোগিতায় স্বামীর সংসার ও একমাত্র সন্তান ফিরে পেল অসহায় উর্মি। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা ও জীবননগর উপজেলা লোকমোর্চার সহযোগিতায় দুই পরিবারের মধ্যকার বিরোধ মিটিয়ে উর্মির কোলে তার একমাত্র সন্তান সানি আহম্মেদকে উর্মির কোলে তুলে দিয়ে তার স্বামীর সংসারে ফিরিয়ে দেওয়া হয়। এসময় একমাত্র সন্তান ও স্বামীর সংসার ফিরে পেয়ে আনান্দে আত্মহারা হয়ে পড়ে উর্মি।
জানা যায়, গত ৪ বছর আগে চুয়াডাঙ্গা আলুকদিয়া গ্রামের আব্দুল ওহাবের মেয়ে উর্মি (২২) এর সাথে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের মহিউদ্দিন মন্ডলের ছেলে সাইদুর রহমান (২৬) এর বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে সানি নামের একটি পুত্র সন্তান জন্ম লাভ করে। হঠাৎ তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় এবং দু’পরিবারের মধ্যে দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে শিশুপুত্রকে তার বাবা সাইদুর রহমান নিজের কাছে রেখে দেয়। শিশু সন্তান নিজের কাছে না থাকায় কষ্টে দিন কাটতে থাকে উর্মির। অবশেষে লোকমোর্চার প্রচেষ্ঠায় দুই পরিবারের মধ্যে মনোমালিন্য নিষ্পত্তি করে উর্মির সন্তান ও স্বামী ফিরিয়ে দিলো লোকমোর্চা। গতকাল উর্মি ও তার স্বামী সাইদুরকে একত্রিত করে জীবননগর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উর্মির কোলে তার সন্তান তুলে দেন লোকমোর্চার সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি এ্যাড.আলমগীর হোসেন, সহ-সভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, সাংগাঠনিক সম্পাদক মিনি, নির্বাহী সদস্য লায়লা শিরিন, এবং জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে লোকমোর্চার সহযোগিতায় সংসার ও সন্তান ফিরে পেল উর্মি

আপলোড টাইম : ০৯:০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮

জীবননগর অফিস: জীবননগর লোকমোর্চার সহযোগিতায় স্বামীর সংসার ও একমাত্র সন্তান ফিরে পেল অসহায় উর্মি। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা ও জীবননগর উপজেলা লোকমোর্চার সহযোগিতায় দুই পরিবারের মধ্যকার বিরোধ মিটিয়ে উর্মির কোলে তার একমাত্র সন্তান সানি আহম্মেদকে উর্মির কোলে তুলে দিয়ে তার স্বামীর সংসারে ফিরিয়ে দেওয়া হয়। এসময় একমাত্র সন্তান ও স্বামীর সংসার ফিরে পেয়ে আনান্দে আত্মহারা হয়ে পড়ে উর্মি।
জানা যায়, গত ৪ বছর আগে চুয়াডাঙ্গা আলুকদিয়া গ্রামের আব্দুল ওহাবের মেয়ে উর্মি (২২) এর সাথে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের মহিউদ্দিন মন্ডলের ছেলে সাইদুর রহমান (২৬) এর বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে সানি নামের একটি পুত্র সন্তান জন্ম লাভ করে। হঠাৎ তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় এবং দু’পরিবারের মধ্যে দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে শিশুপুত্রকে তার বাবা সাইদুর রহমান নিজের কাছে রেখে দেয়। শিশু সন্তান নিজের কাছে না থাকায় কষ্টে দিন কাটতে থাকে উর্মির। অবশেষে লোকমোর্চার প্রচেষ্ঠায় দুই পরিবারের মধ্যে মনোমালিন্য নিষ্পত্তি করে উর্মির সন্তান ও স্বামী ফিরিয়ে দিলো লোকমোর্চা। গতকাল উর্মি ও তার স্বামী সাইদুরকে একত্রিত করে জীবননগর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উর্মির কোলে তার সন্তান তুলে দেন লোকমোর্চার সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি এ্যাড.আলমগীর হোসেন, সহ-সভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, সাংগাঠনিক সম্পাদক মিনি, নির্বাহী সদস্য লায়লা শিরিন, এবং জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা।