সমীকরণ প্রতিবেদক:
জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ ইমরান হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার সকাল আটটার দিকে জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ড গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আকটকৃত মাদক ব্যবসায়ী জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের দক্ষিণপাড়ার মৃত খোদা বক্সের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ড গ্রামে অভিযান চালিয়ে ইমরান হোসেনকে আটক করে। এসময় তাঁর নিকট হতে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটককৃত ইমরান হোসেনকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (ক) ধারার মামলা করা হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।