জীবননগরে রাখাল শাহ আল চিশতির ২৯তম ওরস মোবারক উদ্বোধন অনুষ্ঠানে এমপি টগর

jibannagar news picজীবননগর অফিস: জীবননগরে রাখাল শাহ আল চিশতির ২৯তম ওরস মোবারকের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার  বিকাল সাড়ে ৫টার সময় জীবননগর বাঁকা ইউনিয়নের রাখাল শাহ গ্রামে রাখাল শাহ দরবার কমিটির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে রাখাল শাহ আল চিশতির ২৯তম ওরস মোবারক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ. লীতফ অমল, জীবননগর পৗর মেয়র জাহাঙ্গীর আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, জীবননগর নবগঠিত মনোহারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন খান, জীবননগর পৌর কাউন্সিলার ও থানা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহম্মেদ অঞ্জন, বাঁকা ইউপি মেম্বার রুপমিয়া, সীমান্ত ইউপি সদস্য আ. কাদের যুবলীগ নেতা খাইরুল বাসার শিপলু, শাহ শরিফুল ইসলাম ছোট বাবু, মজিবার রহমান, ফয়সাল ইকবল, জীবননগর পৌর ছাত্র লীগের সাধারন সম্পাদক নাজমুল আলম মানিক, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্র লীগের সভাপতি মেহেদি হাসান সহ আওয়ামী লীগের নেতাকর্মী  ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন রাখাল শাহ দরবার কমিটির সাধারন সম্পাদক কাউন্সিলার খন্দকার আলী আজম ।