
জীবননগর অফিস:
জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুব সমাজের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পৌর এলাকার পোস্ট অফিসপাড়ায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে। আবু সাঈদ মোহাম্মদ সাদের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু।
উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি সেকেন্দার আলী মিয়া, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোকন মিয়া, শাহাজান সিরাজ, মাদুস আলী টিংকু ও সাংবাদিক শাকিল হাসান। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন পৌর যুবলীগের সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলাম ছোট বাবু। জীবননগরে পক্ষে খেলায় অংশগ্রহণ জুটিসহ রতন, শুভ, সগর, আরিফ, রুহুল, সুমন, সজিব। এছাড়াও মহেশপুরের পক্ষে খেলায় অংশগ্রহণ করে ইসরাফিল ও তার জুটি।