জীবননগর অফিস:
‘দক্ষ যুব গড়বে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে জীবননগরে দুই দিনব্যাপী যুব সমাজের নেতৃত্বে বিকাশ ও করণীয় নির্ধারণ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৫০ জন যুবদের নিয়ে দুই দিনব্যাপী এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের সীমান্ত ইউনিয়ন সমৃদ্ধি কেন্দ্রের সমন্বয়কারী রবিউল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মাইটিভির প্রতিনিধি সাংবাদিক মিঠুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের বাঁকা ইউনিয়ন সমৃদ্ধি কেন্দ্রের সমন্বয়কারী আশরাফুল ইসলাম, সাংবাদিক আজিজুর রহমান ডাবলু প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা আশাদুজ্জামান লিটন।