জীবননগরে মুজিবনগর সমম্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রশিক্ষণ

জীবননগর অফিস: জীবননগরে মুজিবনগর সমম্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রোপা আমন গ্রীষ্মকালীন টমেটো এবং গ্রীষ্মকালীন পেয়াজ উৎপাদন কৌশলের উপর কৃষকদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত। গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টার সময় জীবননগর উপজেলা কৃষি সম্পসারনের আয়োজনে উপজেলা কৃষি  প্রশিক্ষন হলরুমে জীবননগর উপজেলার ৬০জন কৃষকদের ১দিনের জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ, টমেটো উৎপাদনের কৌশলের উপর প্রশিক্ষন অনুষ্ঠিত হয় । উক্ত প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের উপ-পরিচালন নির্মল কুমার দে, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের জেলা প্রশিক্ষক কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস, জীবননগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা সহকারী কৃষি অফিসার সালমা জাহান নিপা প্রমুখ।