জীবননগরে মানবিক সংগঠনের ইফতার বিতরণ

জীবননগর অফিস:

জীবননগরে মানবিক সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে ইফতার বিতরণ করা হয়। সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মুন্সী মাহাবুবুর রহমান বাবু।

বিশেষ অতিথি ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, সংগঠনের উপদেষ্টা, কবি ও সাহিত্যিক ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক মাজেদুর হমান লিটন, সদস্য কামরুল ইসলাম বিজয়, মাহবুবুর রহমান, সোহাগ তালুকদার, সোহেল রানা প্রমুখ। আয়োজনে সহযোগিতায় ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম.আর বাবু, জাহাঙ্গীর আলম বিশ্বাস, ঠিকাদার জাহিদুল ইসলাম, আ ন ম মোস্তফা কামাল, মহিবুল ইসলাম মুকুল, মিসেস এইচ এম হাকিম প্রমুখ।