জীবননগরে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জীবননগর অফিস:

জীবননগরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকুনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আখতার, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক,  বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ডেপুটি কমান্ডার বদর উদ্দীন। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।