শিরোনাম:
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ৫ জোয়াড়ির অর্থদ-!
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
- / ৩৯১ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ জোয়াড়ির অর্থদ- প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সুটিয়া গ্রামে এ ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামে প্রকাশ্যে জুয়া খেলা করছে এমন তথ্যের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুটিয়া গ্রামের কুদ্দুস মালিতার ছেলে মাসুদ (২৭), মাসুদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২৪), ময়জেল আলীর ছেলে হাসানুজ্জামান (২৮), টিটোর ছেলে রাসেল (২০), বাহার বিশ্বাসের ছেলে আলমগীর হোসেনকে (২৪) জুয়া খেলার অপরাধে জোয়া আইন ৭ ধারা মোতাবেক প্রত্যেককে ৫শ’ টাকা করে অর্থদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
ট্যাগ :