জীবননগর অফিস:
জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর পৌর শহরের বিভিন্ন খাবার হোটেলে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিস্কার-পরিচ্ছন্ন না থাকা, ফলের দোকানে খাবারের মূল্য ও মেয়াদ না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ২ হাজার ২ শ টাকা জরিমানা করা হয়। জীবননগর থানা-পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। এসময় তিনি ব্যবসায়ীদের সর্তক করেন এবং তিনি বাসি-পচা খাবার বিক্রি করতে নিষেধ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।