জীবননগর অফিস:
জীবননগরে সুরাপ হোসেন রাঙ্গা (৪৫) নামের এক মাদকসেবীকে ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের রাঙ্গা হরিহরনগর গ্রামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন। সুরাপ হোসেন সীমান্ত রাঙ্গা হরিহরনগর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। ভ্র্যাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুরাপ হোসেন রাঙ্গা বিভিন্ন সময় মাদক সেবন করে নিজ এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে থাকে। গতকাল রাঙ্গা মাদক সেবন করে গ্রামের মধ্যে অশালীন আচরণ করছিলো এমন অভিযোগে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ হাজার টাকা জরিমানা ও ১৫দিনের কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিল জীবননগর থানা পুলিশের একটি চৌকস টিম।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত