চুয়াডাঙ্গা শুক্রবার , ৬ নভেম্বর ২০২০

জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

সমীকরণ প্রতিবেদন
নভেম্বর ৬, ২০২০ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

জীবননগর অফিস:
জীবননগরে সুরাপ হোসেন রাঙ্গা (৪৫) নামের এক মাদকসেবীকে ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের রাঙ্গা হরিহরনগর গ্রামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন। সুরাপ হোসেন সীমান্ত রাঙ্গা হরিহরনগর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। ভ্র্যাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুরাপ হোসেন রাঙ্গা বিভিন্ন সময় মাদক সেবন করে নিজ এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে থাকে। গতকাল রাঙ্গা মাদক সেবন করে গ্রামের মধ্যে অশালীন আচরণ করছিলো এমন অভিযোগে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ হাজার টাকা জরিমানা ও ১৫দিনের কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিল জীবননগর থানা পুলিশের একটি চৌকস টিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।