জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে চারজনের জেল-জরিমানা

জীবননগর অফিস:
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে দুজনের জেলসহ চারজনের জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, মাদক সেবন করার অপরাধে জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মৃত খোকাই মৃধার ছেলে শুকুর আলীকে (৬৫) ১৫ দিনের কারাদণ্ড ও ১৫০ টাকা জরিমানা এবং জীবননগর পৌরসভার লক্ষীপুর গ্রামের মৃত ছানোয়ার আলীর ছেলে জিন্নাত আলী খানের (৫৫) ৭ দিনের কারাদণ্ড ও ৪ শ টাকা জরিমানা প্রদান করেন। একই দিনে প্রান্তিক কৃষকদের অভিযোগের ভিত্তিত্বে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের দুটি কীটনাশকের দোকেন অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক বিক্রি করার অপরাধে আসাদুজ্জামান ও উজ্বল হোসেনকে নগদ ৪ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।