জীবননগর অফিস: জীবননগরে ভেজাল সার বিক্রি করার অপরাধে জরিমানাসহ দোকান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা একটার দিকে জীবননগর পৌর শহরের চ্যাংখালী রোডে এ অভিযান পরিচালিত হয়। জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর পৌর শহরের বেশ কয়েকটি সারের দোকানে ভেজাল ও নিম্নমানের সার বিক্রি হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিত্বে জীবননগর পৌর শহরের চ্যাংখালী রোডের মেসার্স মণ্ডল ট্রেডার্সে অভিযান চালিয়ে সেখান থেকে নিম্নমানের ভেজাল দস্তা উদ্ধার করে। এসময় ভেজাল সার বিক্রি করার অপরাধে মেসার্স মণ্ডল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমান এবং দোকান সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, সহকারী কৃষি অফিসার আরিফ হাসান প্রমুখ।