জীবননগর অফিস :
জীবননগর থানা-পুলিশের অভিযানে ভারতীয় মালামালসহ শিহাব (৩২) নামের এক চোরাকারকারি আটক হয়েছে। গত শুক্রবার রাতে জীবননগর শহর থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিহাব জীবননগর পৌর এলাকার মহানগর উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌর এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে জীবননগর থানা-পুলিশ। এসময় পৌর এলালাকার মহানগর উত্তরপাড়ার সিরাজুল ইসলোমের বাড়ীতে তল্লাাশি চালিয়ে ২৭পিস ভারতীয় থ্রি-পিচ, ২৫০ প্যাকেট ট্যাবলেট, ৩৫ বোতল শ্যাম্পু, ১৫০পিস পাউডার ও ১২০পিস চুলকানির মলম উদ্ধার করা হয়। পরে আটক শিহাবের বিরুদ্ধে শুল্ক ফাকির অপরাধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।