জীবননগর অফিস:
জীবননগরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে সীমান্ত ইউনিয়ন প্রবীণ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। সমৃদ্ধি কর্মসূচির সীমান্ত ইউনিয়নের সমন্বয়কারী মো. রবিউল ইসলাম বকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সীমান্ত ইউপি চেয়ারম্যান মো. ইসাবুল ইসলাম মিল্টন। এসময় অতিথি ছিলেন ডা. সুমন কর্মকার, সাংবাদিক মিঠুন মাহমুদ, সীমান্ত ইউনিয় সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুল ইসমলাম, পল্লী চিকিৎসক ফারজানা, ইসরাত জাহান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. সাজ্জাদ হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।