
জীবননগর অফিস: জীবননগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার নুরুল হাফিজের মহতি উদ্যোগে দির্ঘ ৭ মাস স্বামীর সংসার থেকে বিচ্ছেদ হওয়া ১ সন্তানের জননী ফিরে গেলেন স্বামীর সংসারে । জানা গেছে জীবননগর উপজেলার রায়পুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে পাপিয়া আক্তার পপির (২২) সঙ্গে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের মৃত আকবার আলীর ছেলে মাসুদ রানার (৩৩) সাথে মহা ধুমধামে বিবাহ হয় তাদের সংসারে একটি ফুটফুটে সন্তানও আছে গত ৭মাস আগে পারিবারিক কলোহের কারনে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। ছেলেটি তার ভুল বুঝতে পেরে জীবননগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার নুরুল হাফিজের কাছে বিষয়টি বললে তিনি তাদের ১টি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়েটি বলেন দু জনের সমন্বয়ে গতকাল বিকালে উপজেলা নির্বাহী উপস্থিত থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকার দেনমোহর ধার্য করে পুনরায় তাদের সংসার জুড়া লাগিয়ে দেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসারের এ ধরনের মহত উদ্যোগ দেখে এলাকার সাধারন জনগন তিনাকে সাধুবাদ জানিয়েছেন।