
জীবননগর অফিস: জীবননগরে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে কন্যার বাবা মাকে ২৪ঘন্টা জেল ও ১ হাজার টাকা জরিমানা প্রদান। জানা গেছে গতকাল বুধবার বিকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ গোপন সংবাদের ভিক্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের নাবালিকা কন্যা শারমিন আক্তার শিলাকে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে তার পিতা শাহাজান আলী (৩৫) এবং তার মাতা আফরোজা খাতুনকে (৩২)শিশু আইনের ৬ধারায় ২৪ঘন্টা জেল ও ১হাজার টাকা জরিমানা প্রদান করেন।