শিরোনাম:
জীবননগরে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী জনি আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:৪৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
- / ৩৫৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: জীবননগরের কাজীপাড়া থেকে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নিজ এলাকা থেকে মাদকব্যবসায়ী জনিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদকব্যবসায়ী ওই এলাকার নাসুর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই সিদ্দিকুর রহমান, এএসআই সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগরের কাজীপাড়ায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী জনিকে (২৪) আটক করে। এসময় তাকে তল্লাশি করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে ফেরি করে ফেনসিডিল বিক্রি করে আসছিল। আজ শুক্রবার মামলাসহ জনিকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।
ট্যাগ :