জীবননগর অফিস: জীবননগরে অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের আটক করা হয়। এসময় ফেনসিডিল পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন- জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের বাসিন্দা মো. বজলুর রহমান (৫২) ও মো. হারুন মণ্ডল (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক।
তিনি বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক সিদ্ধার্থ মণ্ডল, সহকারী উপ-পরিদর্শক মো. মোখলেছুর রহমান ও মো. সাইদুজ্জামান জীবননগর পৌরসভার ইসলামপুরে অভিযান চালান। এসময় ৪৮ বোতল ফেনসিডিলসহ বজলুর রহমান ও হারুন মণ্ডলকে আটক করেন। তাঁদের বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।