
জীবননগর অফিস :
জীবননগরে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে করায় ছেলের বাড়িতে মেয়ের পরিবারের লোকজন হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার এই হামলার ঘটনা ঘটে। এরপরিপ্রেক্ষিতে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন ছেলের বাবা আব্দুল হান্নান।
আব্দুল হান্নান বলেন, ‘আমার ছেলে রকিবুল ইসলামের সাথে সীমান্ত ইউপির সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীনের মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। তারা গত ২৩ ফেব্রুয়ারি ঘরবাধার উদ্দেশে বাড়ি থেকে পালিয়ে যায়। এ বিষয়ে মেয়ে পক্ষ জীবননগর থানায় ২ মার্চ মামলা করে। থানায় মামলার পরও ময়েন উদ্দীন তাদের এ সম্পর্ক মেনে নিতে না পেরে গত শনিবার ১০-১২ জন এসে আমাদের বাড়িতে হামলা করে। তারা আমার স্ত্রী সুরাইয়াকে বেধড়কভাবে পিটিয়ে ডান হাত ও পা ভেঙে দেয়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে। এ সময় তারা আমার বাড়িঘর ভাঙচুর করে মালামাল চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে জানাতে চাইলে ময়েন উদ্দীন বলেন, ‘আমি কারও বাড়িতে হামলা করিনি। এটা মিথ্যা অভিযোগ। আমি পরিবার নিয়ে ভারতে গিয়েছিলাম। আমার মেয়ে এবং ছোট ভাইয়ের মেয়ে বাড়িতে ছিল। এই সুযোগে আব্দুল হান্নানের ছেলে ও তার গুন্ডাপান্ডা আমার বাসা থেকে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আমি এই কথা শুনে ভারত থেকে চলে এসেছি। আমি এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি থানায় অভিযোগ করেছি।’
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’