জীবননগরে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

জীবননগর অফিস:

জীবননগরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে পাট ও ধান বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা শেষে কৃষকদের মধ্যে বিনা মূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আরিফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মোছা. শারমিন আক্তার।