জীবননগর অফিস: “পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৩০ ডিসেম্বর হতে ৪ জানুয়ারী সারাদেশ ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে জীবননগরে এ্যাডভোকেসি সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা চেয়ারম্যানের সভা কক্ষে এ এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, জীবননগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম আর বাবু, ইন্সেট্রাক্টর হাবিবুর রহমান, জে টি এস’র ম্যানেজার আব্দুস সামস মো. রাজিবুল ইসলামসহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন, কাউন্সিলর ওয়াসিম রাজা, সাংবাদিক কামাল সিদ্দিক বাবু, জি এ জাহিদুল ইসলাম বাবু, আতিয়ার রহমান, শেখ শহিদ, মিঠুন মাহমুদ, জামাল হোসেন খোকন, মারুফ মালেক, এআর ডাবলু, রবিন হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শেখ শামসুল আলম। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন এফ পি আই সাজেদুর রহমান।