জীবননগর অফিস:
জীবননগরে নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বকুল হোসেন (৩০) নামের কবুতর চাষির করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রামের তুরাপ আলীর ছেলে বকুল দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে শখের বসে কবুতর পালন করে আসছিলেন। প্রতিনিয়ত বন বিড়ালের উপদ্রব সহ্য করতে না পেরে গত রোববার রাতে কবুতরের ঘরের চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে জাল তৈরি করে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। রাত তিনটার দিয়ে বন বিড়াল কবুতরের ঘরের পাশে আসলে বিড়ালটি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে বকুল হোসেন লাঠি দিয়ে পিটিয়ে মারার জন্য গেলে তিনি নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, তিনি ঘটনা শুনেছেন এবং তদন্ত করার জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।