চুয়াডাঙ্গা বুধবার , ২৭ জুলাই ২০২২

জীবননগরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিউজ রুমঃ
জুলাই ২৭, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

জীবননগর অফিস: জীবননগর উপজেলায় দুস্থ ও অসহায় পরিবারের স্বচ্ছলতার জন্য ২৩ জন দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার ২৩ জন হতদরিদ্র মহিলার মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।