জীবননগর অফিস:
জীবননগরে পণ্যের মোড়ক ও মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে উথলী মোড় ও পেয়ারাতলা নামক স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। জানা যায়, চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জীবননগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় উথলী বাসস্ট্যান্ডে ভাই ভাই স্টোরের স্বত্ত্বাধিকারী মারুফ আহাম্মেদকে পণ্যের মেয়াদ না থাকায় ও মূল্য প্রদর্শনী না করায় ২ হাজার টাকা জরিমানা করেন। একই দিন পেয়ারাতলায় আব্দুল্লাহ মুড়ি ফ্যাক্টরিকে পণ্যের মোড়ক না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।