জীবননগরে দুই স্যালোমেশিন চোর আটক

were

জীবননগর অফিস: জীবননগরে রাতের আধারে স্যালোমেশিন চুরি করার সময় জনতার হাতে আটক দুই চোরের বিচার টাকার বিনিময়ে রফার অভিযোগ উঠেছে। জানা গেছে গত রবিবার রাতে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের হেলুর মাঠে স্যালোমেশিন চুরি করার সময় একই ইউনিয়নের মিনাজপুর গ্রামের সামসুল হকের ছেলে এলাকার চিহ্নিত মেশিন চোর মিন্টু ও সিদ্দিকের ছেলে জসিম জনতার হাতে আটক হয়। আটককৃত দুই চোরকে বিচারের জন্য গ্রাম্য সালিশ হাজির করা হলে লোক দেখানো বিচার করে মোটা অংকের টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। একটি সুত্রে জানা গেছে মিন্টু ও জসিম একটি সিন্ডিকেট তৈরি করে  দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকার মাঠ থেকে স্যালোমেশিন চুরি করে অল্পদামে বিক্রি করে আসছিল। এদিকে মেশিন চোর ধরা পড়ার পরেও উপযুক্ত বিচার না হওয়ায় এলাকার সাধারন মানুষ হতবাক।