জীবননগরে দুই ব্যক্তিকে অপহরণ ও ছিনতাই চেষ্টা
দুই দুর্বৃত্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
- আপলোড টাইম : ০৮:৪৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের কন্দর্পপুর সবজি পয়েন্টে ঘটে যাওয়া একটি ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের পুরাতন চাকলা গ্রামের মৃত তাইজুল ইসামের ছেলে সালাউদ্দিন (৫৫) ও শহিদুল ইসলাম শহিদ (৪০) ব্যাংক থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা কালীগঞ্জ-জীবননগর সড়কের কন্দর্পপুর সবজি পয়েন্টে পৌঁছানো মাত্রই তিনটি মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা ডিবি পুলিশ পরিচয়ে সালাউদ্দিন ও শহিদের পথরোধ করে। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় দুর্বৃত্তদের একটি মোটরসাইকেল শহিদকে অপহরণ করে নিয়ে যায়। সহযোগী অন্য দুজন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দিয়ে হাসাদাহ ক্যাম্প পুলিশে সোপর্দ করে। আটক দুজন হলেন- আমজাদ হোসেন হিরু ও গালিব হোসেন।
প্রত্যক্ষদর্শী মহিদুল ইসলাম বলেন, ‘এই ঘটনার পরপরই এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। দুর্বৃত্তরা এই ছিনতাইকারী চক্রের সদস্য এবং তারা সোনা পাচারকারী দুজনের থেকে সোনা ছিনতাই করতে এসে ভুলবশত সালাউদ্দিন ও শহিদুল ইসলাম শহিদকে থামায় এবং ছিনতাইয়ের চেষ্টা করে। এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে সোনার চালান ছিনতাই ও পাচারের গুঞ্জন শুরু হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে জানানো যাবে।’