জীবননগরে দিনের বেলায় হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরি

জীবননগর অফিস: জীবননগরে দিনের বেলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে থেকে মোটরসাইকেল চুরি। জানা গেছে গতকাল রবিবার জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির তিনার ছেলের চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালের সামনে ডিসকভারী মোটরসাইকেল ঝিনাইদহ ল -১১-০২২৩ রেখে ডাক্তারের কাছে গেলে চিকিৎসা শেষে নিচে এসে মোটরসাইকেল না পেয়ে অনেক খোজাখুজির পর মোটরসাইকেলের কোন হদিস না পাওয়ায় অবশেষে মোটরসাইকেলটি চুরি হয়েছে বলেই জানা যায়। সম্পতি গত বছরে জীবননগর হাসপাতাল থেকে ডিএসবির এক সদস্যর মোটরসাইকেল একই ভাবে চুরি হয়ে যায়। হাসপাতালের কর্তৃপক্ষ মোটরসাইকেল চুরি রোধ করতে হাসাপাতালে দুই জন আনসার সদস্য নিয়োগ দেন এতে তাদের হাজিরা হিসাবে প্রতিটি মোটরসাইকেল রাখার জন্য ৫টাকা হারে নেওয়া হত। তাতে করে  অনেক দিন যাবৎ হাসপাতালে কোন চুরি হয়নি । কিন্তু হাসপাতাল থেকে আনসার সদস্যদের চলে যাওয়ার সাথে সাথে আবারও চুরি হচ্ছে। শুধু হাসাপাতালেই নয় গত কয়েক দিন আগেও জীবননগর থ্রি স্টার হোটেলের নিচ থেকেও একই ভাবে মোটরসাইকেল চুরি হয়। এত চুরি হওয়া সত্বেও চোরের সিন্ডিকেট এখন পর্যন্ত পুলিশের ধরা ছোয়ার বাইরে  থাকায় এলাকার সাধারন মানুষ হতবাক হয়ে পড়েছে।