জীবননগরে দিনের বেলায় মোটরসাইকেল চুরি

জীবননগর অফিস:
জীবননগরে দিনের বেলায় মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, জীবননগর উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহকারী মো. রফিকুল ইসলাম ইয়ামাহা এফ জেডএস ভার্সন-৩ মোটরসাইকেল রেখে নির্বাচনী প্রশিক্ষণে যায়। এ সুযোগে চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, এই চোর চক্রের সদস্যরা জীবননগর উপজেলার বেশকিছু প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে এ ধরণের অপরাধ করেছে। প্রশাসন এসব চুরির ঘটনায় কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে এলাকায় চুরির আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন অভিযোগ করেন, জীবননগর পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে প্রায় প্রায় নতুন মানুষের আনাগোনা দেখা যায়। স্থানীয় বেশকিছু নেতার সাথে আর নতুন লোক শহরে প্রবেশ করলেই বেড়ে যায় চুরি। পুলিশ এই দুই ওয়ার্ডে একটু নজর দেয়, তা হলে এই চোর চক্রের সদস্যদের চিহ্নিত করা যাবে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, ‘মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ওই এলাকাটা সিসি ক্যামেরার আওতায় আছে। আমরা চেষ্টা করছি আসামিকে চিহ্নিত করার জন্য।’