জীবননগর অফিস:
‘ত্রাণ নয়, ভালোবাসা’ এ প্রতিপাদ্যে জীবননগর সাথী অটোরাইস মিলের মালিক ও মাইটিভির সিনিয়র রিপোর্টার এস কে লিটনের পক্ষ থেকে ২য় বারের মতো উপজেলার দুই হাজার অসহায় হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের কারণে জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার কর্মহীন খেটে খাওয়া অসহায় দিনমজুরকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাজি আব্দুর রহমান, হাজি ইব্রাহিম শিকদার, এস কে বকুল, দ্বীন ইসলাম প্রমুখ।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।