জীবননগর অফিস:
‘নিরাপদ অভিবাসন চান, সঠিক তথ্য জেনে যান, প্রশিক্ষণ নেব, দক্ষ হব, নিয়ম মেনে বিদেশ যাব’ এ প্রতিপাদ্যে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার-২০১৮ অনুয়ায়ী বর্তমান সরকারের উন্নয়ন রুপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে জীবননগরে দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থান ব্যবস্থার লক্ষ্যে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ প্রেস ব্রিফিং, সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি (অপারেশন) মোল্লা সেলিম, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, সমবায় কর্মকর্তা মতেহার হোসেন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন, জীবননগর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন জালাল, জীবননগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক শামসুল আলম, সালাউদ্দিন কাজল, আতিয়ার রহমান, শামসুর রহমান, ফয়সলা মাহাতাব মানিক, মিঠুন মাহমুদ, চাষি রমজান, মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক হাসান আল কামাল।
হোম আজকের পত্রিকা শেষের পাতা জীবননগরে দক্ষ যুব ও যুব মহিলাদের বিদেশে কর্মসংস্থানের লক্ষে সেমিনার ও মতবিনিময়