জীবননগরে তেঁতুলিয়ায় পথসভায় মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা
- আপলোড টাইম : ০৮:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
- / ৩৯৫ বার পড়া হয়েছে
বাংলার মাটিতে কোন বেইমান ও লুটেরাদের ঠাঁই হবে না
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর রক্তে রঞ্জিত বাংলার মাটিতে কোনদিন বেইমান ও লুটেরাদের ঠাই হবে না, হতে পারেনা। বিগত দিনের মত আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের আপামর জনতা আবারো ব্যালট বিপ্লবের মাধ্যমে তৃতীয়বারের মত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর পবিত্র রক্তের সাথে এদেশের মাটি ও মানুষ বেইমানী করতে পারেনা। বঙ্গবন্ধুর হাত ধরে যে বাংলাদেশের জন্ম, বঙ্গবন্ধু কন্যা আজকের দেশমাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আমাদের প্রিয় মার্তৃভূমি উন্নয়নের চরম শিখরে পৌছে যাওয়ার দ্বারপ্রান্তে। সামনের মেয়াদে ক্ষমতায় আসতে পারলে আমরা সেই লক্ষে পৌছে যাবোই কোন বাধায় বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবেনা।
গতকাল শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা-২ আসনের জীবননগর পৌরসভার ৯নং ওয়ার্ডের তেঁতুলিয়া গ্রামে অনুষ্ঠিত দলীয় পথসভায় এ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলি বলেন।
এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগ ছাড়া চুয়াডাঙ্গা-২ আসনে চাঁদা দিয়ে বিএনপি-জামায়াত থেকে যারা আওয়ামী লীগে এসেছেন, তারাই আজকে দলের ভিতরে ক্ষতি সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতিকে বঙ্গবন্ধুকে বিক্রি করা হচ্ছে। তার নাম ভাঙিয়ে চাঁদাবাজী করা হয়, জাতীর জনকের শাহাদত বার্ষিকী পালনের নামে চাদাবাজীর মাধ্যমে ২০টি গরু জবাই করে খানা করা হচ্ছে। এগুলি কিসের রাজনীতি, এর পরিণিতি কি? এসব রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করতে হবে। আমি নৌকার জন্য ভোট চায়, আমার নিজের জন্য নয়।
জীবননগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠিত স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন জীবননগর পৌরসভার ৯নং (তেঁতুলিয়া) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মহাম্মদ গোপাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলু বিশ্বাস, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বিডিআর, সরফরাজ উদ্দীন, আ. আলিম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানমহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম মহাসীন আলী, জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ মন্টু, জেলা মৎসজীবি লীগের সহ-সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাধারণ সম্পাদক হাসান আল-বাখার ডলার, মেরাজুল ইসলাম মেরাজ, সাংবাদিক জিল্লুর রহমান মধু, সালাহউদ্দীন, আব্দুল মজিদ, জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, শাহবুদ্দিন খান, মোহাম্মদ আলী, মাসুম বিল্লাহ, জহিরুল ইসলাম, বিপ্লব হোসেন দিলু, আ.রাশেদ, বিল্লাল, সাব্বির, মিয়াজী খান, লিপ্টন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবি, নুরুন্নবী, এইচএম হাকিম, লিটন, রিপন, রঞ্জু, রাসেল রিমু, বিল্লাল, আ.কাদের শুভ, রঞ্জু।