জীবননগরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জীবননগর অফিস:

জীবননগরে রয়েল এক্সপ্রেস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জীবননগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রয়েল এক্সপ্রেস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু প্রমুখ।