
জীবননগর অফিস:
দেশ থেকে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২৩ উপলক্ষে জীবননগরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সেলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোস্তাফিজুর রহমান সুজন, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসান, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু ও মেডিকেল অফিসার রুবিনা আক্তার।
সভায় জীবননগর উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমের ওপর আলোচনা করা হয়। জীবননগর উপজেলায় প্রায় ৫ হাজার কুকুরকে টিকা প্রদান করা। উপজেলায় ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ৫ দিনব্যাপী টিকাদান কর্মসূচিতে একটি পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ২৩টি টিম কাজ করবে। প্রতিটি টিমে থাকবে একটি ডাটা কালেকশন, একজন ভ্যানচালক, দুইজন দক্ষ কুকুর ধরা লোক, একজন স্থানীয় কুকুর ধরা লোক ও একজন টিকাদান কর্মী।