
জীবননগর উথলী প্রতিনিধি: জীবননগরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের জনসচেতনামুলক র্যালী ও সুধী সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টার সময় জীবননগর উপজেলার উথুলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের জান্নাতুল খুদবা দাখিল মাদ্রাসার আয়োজনে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে মাদ্রসা প্রাঙ্গনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বাদের বিরুদ্ধে জনসচেতনামুলক র্যালী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিজুর রহমান হাফিজ, উথুলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ হান্নান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন, মাদ্রাসার সভাপতি আবু জাফর, লোকমোর্চা সভাপতি আবুল কালাম, আব্দুল মান্নানসহ এলাকার গণ্যমান্যব্যাক্তি উপস্থিত ছিলেন।