
জীবননগর অফিস:
জীবননগর উপজেলার গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে আফজাল ফাউন্ডেশনের শৈলী বিষয়ক আলোচনা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরিন রহমান (ইনকা)। বিশেষ অতিথি ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, আফজাল ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হক ও কোষাধ্যক্ষ সাইদুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক রেজাউল হক মনি, জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে ১৩০ জন ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।