
সমীকরণ প্রতিবেদক:
জীবননগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কাজন আহম্মেদকে গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে জীবননগর উপজেলা ছাত্রদল। গতকাল সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহসান ও সদস্যসচিব মোকছেদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, ‘গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে জীবননগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কাজন আহম্মদকে বিনা ওয়ারেন্টে বাড়ি থেকে তুলে নিয়ে নিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করে জীবননগর থানা পুলিশ। আওয়ামী পুলিশের এহেন গ্রেপ্তার ও বানোয়াট মামলার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও চরম ক্ষোভ প্রকাশ করেছে জীবননগর উপজেলা ছাত্রদল।’
বিজ্ঞপ্তিতে আহ্বায়ক জিল্লুর রহসান ও সদস্যসচিব মোকছেদুর রহমান আরও জানান, ‘আওয়ামী পুলিশ তাদের বিকৃত পৈশাচিকতা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা প্রজাতন্ত্রের শপথ ভুলে গিয়ে নব্য বাকশালে পরিণত হয়েছে। বাকশালের চশমা পরিধানকারী পুলিশ এসব দেখেও দেখে না। আইনের রক্ষক পুলিশ আজ আইনের ভক্ষক সেজে বসে আছে।’ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ পুলিশকে তাদের শপথের কথা স্মরণ করিয়ে দিয়ে মানবিকতা চর্চার আহ্বান জানান এবং অবিলম্বে এসব হঠকারী, গায়েবী ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।