জীবননগর অফিস: জীবননগরে চাষীদের নিয়ে কৃষি বিষয়ক ব্রিফিং শেষে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে জীবননগর উপজেলা কৃষক প্রশিক্ষন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে উপজেলার কৃষকদের নিয়ে কৃষি বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়। পরে ২০১৭-১৮ অর্থ বছরের রবি মৌসুমে রাজস্ব খাতের আওতায় ভুট্টা, বোরো, বিটি বেগুন ও বাদাম প্রদর্শনী কৃষকদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, পৌর কাউন্সিলর সোয়েব আহম্মেদ অঞ্জন, আতিয়ার রহমানসহ বিভিন্ন এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সালমা জাহান নিপা।