
জীবননগর অফিস:
দেশের খাদ্য চাহিদা পূরণ করে বর্তমান অবস্থানে আসার পেছনে রয়েছে কৃষকের নিঃস্বার্থ ঘাম-শ্রম, ত্যাগ, অমূল্য ভালোবাসা। চুয়াডাঙ্গা জীবননগরে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে গতকাল বুধবার আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাষা ফাউন্ডেশন’। গতকাল দুপুর দুইটায় জীবননগর চাষা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে সংগঠনটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।
এসময় তিনি বলেন, ‘পুষ্টিসম্পন্ন খাদ্য না খেলে আমাদের খাদ্য চাহিদা মেটানো সম্ভব নয়। আর এ খাদ্য যারা উৎপাদন করছেন, সেই কৃষক যেন তার ন্যায্যমূল্য পান, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। কৃষকের মুখে হাসি ফোটাতে, গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধু কাজ করেছেন। আমরাও সেই লক্ষ্যে কাজ করছি। কাউকে পশ্চাতে রেখে নয়, সবাইকে নিয়ে কাজ করতে হবে। তবেই আমরা সফল হতে পারব, দুর্যোগ মোকাবিলা করতে পারব।’
জীবননগর চাষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষক রুহুল আমিন রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, কৃষক জোটের সাধারণ সম্পাদক শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু প্রমুখ।