জীবননগর অফিস:
জীবননগরের মনোহরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অনুষ্ঠিত গ্রামীণ মেলার লটারি বিক্রেতাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় লটারির টিকেট ও ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকুনুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। সহযোগিতা করে জীবননগর থানা-পুলিশ
জানা গেছে, সম্প্রতি জীবননগর উপজেলার অসহায় বীর মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে মনোহরপুর আমতলা নামক স্থানে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলায় লটারির কোনো অনুমতি না থাকায় জীবননগর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে টিকেট বিক্রেতাকে আটক করা হয়। এসময় তার নিকটে থাকা অবিক্রিত টিকেট ও ব্যানার পুড়িয়ে দেওয়া হয় এবং বিক্রেতাকে ২০০ টাকা জরিমানা করা হয়।