চুয়াডাঙ্গা মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে গ্রামীণ মেলার লটারি বিক্রেতাকে জরিমানা

নিউজ রুমঃ
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৮:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

জীবননগর অফিস:
জীবননগরের মনোহরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অনুষ্ঠিত গ্রামীণ মেলার লটারি বিক্রেতাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় লটারির টিকেট ও ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকুনুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। সহযোগিতা করে জীবননগর থানা-পুলিশ

জানা গেছে, সম্প্রতি জীবননগর উপজেলার অসহায় বীর মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে মনোহরপুর আমতলা নামক স্থানে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলায় লটারির কোনো অনুমতি না থাকায় জীবননগর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে টিকেট বিক্রেতাকে আটক করা হয়। এসময় তার নিকটে থাকা অবিক্রিত টিকেট ও ব্যানার পুড়িয়ে দেওয়া হয় এবং বিক্রেতাকে ২০০ টাকা জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।